
লক্ষ্মীপুর, ১৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : খালেদা জিয়ার মুক্তির দাবীতে লক্ষ্মীপুরে পৃথকভাবে বিএনপির গণস্বাক্ষরতা কর্মসূচি পালন করছে নেতাকর্মীরা। শনিবার সকালে কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজকল্যান সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর নেতৃত্বে শহরের উত্তর তেমুহনীর নিজ বাসভবনে গণ স্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।
এসময় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই কর্মসুচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ছায়েদুর রহমান ছুট্টু, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সদর উপজেলা যুবদলের সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরন ও পৌরসভার সাধারন সম্পাদক সৌরভ হোসেন ভূলু, পৌর স্বেচ্চাসেবক দলের আহবায়ক সোহেল, যুগ্ম আহবায়ক মনি, পৌর ছাত্রদলের সদস্য সচিব আকবর প্রমুখ।
অপরদিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি অপর একটি অংশ এ কর্মসূচি পালন করে। এসময় খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাড. সৈয়দ শাসছুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক নিজাম উদ্দিন ভূইঁয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান লিংকন, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মামুনসহ অপর গ্রুপের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে লক্ষক্ষ্মীপুরে রায়পুর উপজেলা শাখার উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। শনিবার রায়পুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠুর নেতৃত্বে রায়পুর শহরে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাকির হোসেন, এডভোকেট খায়ের আলম, হোসেন আহম্মদ বাহাদুর, এড. দেলোয়ার হোসেন, যুব নেতা নুরুল হুদা নান্টু, ছাত্রদল নেতা জুয়েল সিরাজী প্রমূখ।
এবিএন/আবির আকাশ/জসিম/রাজ্জাক