![পঞ্চগড়ে ট্রাকচাপায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ নিহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/18/panchogoar_abnews24_126390.jpg)
পঞ্চগড়, ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাকচাপায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার রাতে উপজেলার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের সাতমেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভজনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল পাশা স্বপন (৪৫) ও মিলু আক্তার (১৮)।
পুলিশ জানায়, রাতে মোস্তফা কামাল পাশা ভাগ্নি মিলু আক্তারকে নিয়ে মোটরসাইকেলযোগে জেলা সদরের জগদল থেকে ভজনপুরে তার বাড়িতে ফিরছিলেন। এ সময় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের সাতমেরা এলাকায় তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মিলু আক্তার মারা যান। গুরুতর আহতাবস্থায় স্বপনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। মিলু আক্তার সদর উপজেলার মাগুরা এলাকার শহিদুল ইসলামের মেয়ে।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিএন/সাদিক/জসিম/এসএ