বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

রবিবারের রাশিফল

রবিবারের রাশিফল

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : পুরাতন জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ,যার মাধ্যমে বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। এস্ট্রস্যাজ.কম এ দেওয়া এই দৈনিক রাশিফলে আমরা সঠিক জ্যোতির্বিজ্ঞানের আধারে ভবিষ্যফল লিখি। এইরকম সাপ্তাহিক রাশিফলে আমরা সূক্ষ্মতম জ্যোতিষীয় গণনার ধ্যান রাখি। যদি মাসিক রাশিফলের কথা বলি তো মানদণ্ড এটার ক্ষেত্রেও প্রযোজ্য। বার্ষিক রাশিফলে আমাদের বিদ্যবান তথা অনুভবী জ্যোতিষীরা সারাবছরের সমস্ত গ্রহদের পরিবর্তন, গোচর এবং অন্য ব্রহ্মান্ডীয় গণনার মাধ্যমে বর্ষের বিভিন্ন দৃষ্টিকোণ যেমন স্বাস্থ্য, বৈবাহিক জীবন ও প্রেম, ধন-ধান্য ও সমৃদ্ধি তথা চাকুরী-পেশা এর মতো সমস্ত বিষয়ে পূর্ণ বিবেচনা করেছেন। বিশেষতঃ আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক ধ্যান রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কি বাধা আসতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে –

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মযোগে শুভ ফলের ইঙ্গিত। পরিশ্রমী এবং ধৈর্যশীল মানুষদের সফলতার যোগ। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রেম যোগ মোটের উপর শুভ। যাত্রা যোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪

বৃষ (২১ এপ্রিল-২১ মে): প্রেমের বিষয় নিয়ে কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সমস্যা হতে পারে। আর্থিক যোগে বাধা। ব্যবসায় সমস্যার যোগ। শিক্ষা ক্ষেত্রে সমস্যার সাময়িক সমাধান।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

মিথুন (২২ মে-২১ জুন): প্রেমে পারিবারিক বাধা কেটে যাবে। দাম্পত্য সুখের যোগ আছে। কর্মে উন্নতি। অংশীদারি ব্যবসায় সমস্যার সমাধান। শিক্ষার কারণে বিদেশ যাত্রা। পথে ভোগান্তি।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯

কর্কট (২২ জুন-২২ জুলাই): পথে সমস্যার সম্মুখীন। ভ্রমণের কারণে বিদেশ যাত্রায় সাময়িক বাধা। প্রেমে শুভ। কর্মে নতুন দিক উন্মোচন। ব্যবসায়ে উন্নতি। সন্তানের শিক্ষা নিয়ে চিন্তা।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): প্রেমের সমস্যার সমাধানে কনিষ্ঠ কারো সাহায্য লাভ। দাম্পত্য সুখ। কর্মে উন্নতি। ব্যবসায়ে সমস্যা। হাড়জনিত রোগে ভোগান্তি। বন্ধুর সাহায্যে পুরনো প্রাপ্তি। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬

কন্যা (২৪ আগস্ট- ২৩ সেপ্টেম্বর): কর্মে বাধা বিপত্তি কাটিয়ে নতুনভাবে শুরু। ব্যবসায় আর্থিক ক্ষতি। শিক্ষাক্ষেত্রে সাফল্য। প্রেমে সফলতা। দাম্পত্য মান অভিমান। চিকিৎসায় সাড়া।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

তুলা (২৪সেপ্টেম্বর-২৩ অক্টোবর): প্রেমে মনমালিন্য। আত্মীয়ের মধ্যে গোপন শত্রুর মাথা চাড়া দিতে পারে। দাম্পত্য সুখ। কর্মে বাধা। ব্যবসায়ে উন্নতি। ভ্রমণের যোগ। চিকিৎসায় অর্থ খরচ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৯

বৃশ্চিক (২৪ অক্টোবর- ২২ নভেম্বর): পরিবারের সঙ্গে বিনোদনমূলক বিদেশ ভ্রমণ। প্রেমে সফলতা। কর্মক্ষেত্রে বন্ধুর সাহায্য। পারিবারিক সমস্যার সমাধান। ব্যবসায়ে উন্নতি। চোখের সমস্যায় ভোগান্তি। পথে ভোগান্তি।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): প্রেমের ক্ষেত্রে পরিবারের কারণে বাধা। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির মতামতের কারণে সমস্যা। সংসারে মতবিরোধ। শিক্ষা শুভ। কর্মে উন্নতি। ব্যবসায়ে লাভ বৃদ্ধি।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মক্ষেত্রে যথেষ্ট সতর্কতা থাকা দরকার। শত্রুর আবির্ভাব। নতুন ব্যবসায়ে লাভ। কাজে উন্নতি। পরিবারে শান্তি। প্রেমে বাধা। দাম্পত্যে সমস্যা। ভ্রমণের যোগ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): প্রেমের ক্ষেত্রে শুভ। বন্ধুত্ব প্রেম সম্পর্কে পরিণত হতে পারে। দাম্পত্য সুখ। কর্মে উন্নতি। ব্যবসায়ে লাভ। শিক্ষা শুভ। পথে আঘাতের যোগ। যাত্রা যোগে বাধা।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আপনার সন্ধ্যা মিশ্র আবেগ মিশ্রিত হবে যা আপনাকে উত্তেজিত রাখবে। কিন্তু বেশি চিন্তা করার কোন প্রয়োজন নেই- কারণ আপনার সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দ দেবে। অর্থ সম্পর্কিত অনিশ্চয়তা আপনার উত্তেজনা সৃষ্টি করবে। বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের ওপর নিজের মত চাপাবেন না এতে আপনার নিজের স্বার্থহানি হবে এবং শুধু শুধু তাদের বিরক্ত করবেন না। একটি আনন্দের সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার শক্তি এবং আবেগকে আবার নতুন করে তুলবে। সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন- যখন আপনার হৃদয়ের থেকেও মনের দরকার বেশি পড়বে। আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১২

এবিএন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত