![বদলগাছীতে গ্রাম আদালত কমিউনিটির মত বিনিময়](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/18/sova_abenws_126409.jpg)
বদলগাছী (নওগাঁ), ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারীগরি সহযোগীতায় স্থানীয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প বাস্তায়িত হচ্ছে।
গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা মিঠাপুর ইউপি হলরুমে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মিঠাপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ হোসেন।
সভা পরিচালনা করেন বদলগাছী উপজেলা গ্রাম আদালতের সমম্বয়কারী মো. আইযুব আলী, সাবিক ভাবে সহযোগিতা করে গ্রাম আদালতের মিঠাপুর ইউনিয়ন সহকারী মোছাঃ ফেরদৌসী আক্তার।
এসময় অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিএন/হাফিজার রহমান/জসিম/এমসি