জয়পুরহাট, ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : জয়পুরহাট সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় একটি খালি মেসিট্রাক্টর থেকে পড়ে গিয়ে মিলন হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছে।
নিহত মিলন সদর উপজেলার বেলতলী শেখপাড়া গ্রামের জোবেদুল ইসলামের ছেলে।
জয়পুরহাট থানার ওসি (তদন্ত) মুমিনুল ইসলাম জানান, আজ রবিবার সকালে মিলন তার ভাই আনোয়ারের মেসিট্রাক্টরের বাম্পারে উঠে ধালাহার গ্রামের একটি ইট ভাটায় যাচ্ছিলেন। পথে রঘুনাথপুর এলাকায় বাম্পার থেকে পড়ে গিয়ে ওই মেসি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মিলনের।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/এমসি