শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝিনাইদহে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ, ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঝিনাইদহে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার ফোরাম জেলা শাখার আয়োজনে আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় পায়রা চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের জেলা সভাপতি আমিনুর রহমান টুকুসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ঝিনাইদহ জেলায় সম্প্রতিক সময়ে নারী ধর্ষণ ও নির্যাতনের ঘটনা বেড়ে যাচ্ছে। তাই এসব ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

এবিএন/যবনিকা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত