শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝিনাইদহে দুই মাদক ব্যবসায়ীকে মোবাইল কোর্টে কারাদণ্ড

ঝিনাইদহে দুই মাদক ব্যবসায়ীকে মোবাইল কোর্টে কারাদণ্ড

ঝিনাইদহে দুই মাদক ব্যবসায়ীকে মোবাইল কোর্টে কারাদণ্ড

ঝিনাইদহ, ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঝিনাইদহের শৈলকুপায় জাকির হোসেন (৩৫) ও শহিদুল ইসলাম (৫৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট।

আজ রবিবার সকালে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওসমান গনি মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে ৮ মাস ও শহিদুল ইসলামকে ৬ মাসের কারাদ-াদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাজা ও গাজা তৈরি সরঞ্জামসহ উপজেলার কবিরপুর গ্রামের আরব আলী ছেলে মাদক ব্যবসায়ী জাকির হোসেন ও একই গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

সে সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ এর ১৯ (১) টেবিলের ৭ (ক) ধারায় তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে জাকির হোসেনকে ৮ মাস এবং মোঃ শহিদুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে মোবাইল কোর্ট।

অভিযানের সময় ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর রাসেল আলী উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্টের বিচারক ওসমান গনি জানান, দুই মাদক ব্যবাসায়ীকে গ্রেফতার করে মোবাইল কোর্টে কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের মধ্যে যার কাছে বেশি পরিমাণ গাজা পাওয়া গেছে তাকে ৮ মাস ও অপর জনকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

এবিএন/যবনিকা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত