শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আড়াইহাজারে দুই যুবককে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২

আড়াইহাজারে দুই যুবককে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২

আড়াইহাজারে দুই যুবককে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২

আড়াইহাজার (নারায়ণগঞ্জ), ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশার ব্যাটারি চুরির অপবাদ দিয়ে স্বপন ও মাছুম মিয়া নামে দুই যুবককে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মন্দীর পূর্বপাড়া এলাকার আহমদের ছেলে সিরাজুল ও নজু। শনিবার রাতে আহতদের মধ্যে স্বপনের মা আলেয়া বেগম বাদী হয়ে ৬ জনকে আসামি করে একটি মামলা করেছেন। রাতেই মামলার দুই আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে রোববার আদালতে প্রেরণ করা হয়।

আড়াইহাজার থানার ওসি এম এ হক বলেন, এ ঘটনায় স্বপনের মা আলেয়া বেগম বাদী একটি মামলায় করেছেন। দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রসঙ্গত, গতকাল শনিবার সকালে উপজেলার ব্রাহ্মন্দী সাপাড়া এলাকায় অটোরিকশার ব্যাটারি চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ডেকে এনে মমতাজ উদ্দিনের ছেলে স্বপন এবং তাহের আলীর ছেলে মাছুম মিয়াকে গাছের সাথে বেঁধে রড দিয়ে মধ্যযুগীয় কায়দায় বর্বরতা চালানো হয়।

একপর্যায়ে তারা জ্ঞান হারিয়ে ফেললে দুস্কৃতিকারীরা চলে যায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এবিএন/এম এ হাকিম ভূঁইয়া/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত