শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নরসিংদীতে জেলা প্রশাসকের নিকট বিএনপির স্মারকলিপি প্রদান
খালেদা জিয়াকে অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবি

নরসিংদীতে জেলা প্রশাসকের নিকট বিএনপির স্মারকলিপি প্রদান

নরসিংদীতে জেলা প্রশাসকের নিকট বিএনপির স্মারকলিপি প্রদান

নরসিংদী, ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে নি:শর্ত মুক্তি এবং তাঁর উপর সবধরনের নির্যাতনমূলক কর্মকান্ড থেকে সরকারকে বিরত থাকার আহবানে নরসিংদী জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি।

আজ রবিবার দুপুর ১১টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারের নেতৃত্বে বিএনপির একটি দল জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। পরে সাড়ে ১১টার দিকে নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান মন্জুর এলাহী, এ্যাড. আব্দুল বাছেদ ভ’ইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, জেলা মহিলা দলের সভাপতি এড. উম্মে সালমা মায়াসহ দলের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাল নথির উপর ভিত্তি করে সাজানো মামলায় প্রতিহিংসামূলক বিচারে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে বন্দী করা হয়েছে। বানোয়াট মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে সাজা প্রদান সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন, তাই তার বিরুদ্ধে ঘোষিত রায়টিও প্রহসনমূলক ও বিস্ময়কর। কারণ জিয়া অর্ফানেজ ট্রাস্ট এর টাকা তসরুপের কোন ঘটনাই ঘটেনি, বেগম জিয়ার কোথাও কোন স্বাক্ষর নেই এবং কোথাও কোন সংশ্লিষ্টতা নেই। বেগম জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে কয়েকদিন আগে থেকেই শুরু করে এখনো পর্যন্ত দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের ধরপাকড় ও জুলুম অব্যাহত আছে।

বিএনপির শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের আচরণই বলে দেয় তারা কাঙ্খিত দূরভীসন্ধিমূলক রায়টি পেয়ে গেছে। তাই আপনার মাধ্যমে বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তিসহ তার উপর সবধরনের নির্যাতনমূলক কর্মকান্ড থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

এবিএন/সুমন রায়/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত