![সুনামগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইক বন্ধের দাবিতে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/18/sunamgonj_abnews24 copy_126426.jpg)
সুনামগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : সুনামগঞ্জের সড়কে বেপরোয়া চলাচল করছে ব্যাটারি চালিত কয়েক হাজার ইজিবাইক। স¤প্রতি শহরের ষোলঘর এলাকায় ইজিবাইক চাপায় মৃত্যু হয়েছে মুহুর্ত দাশ নামের ৪ বছরের এক স্কুল ছাত্রের।
গত এক বছরে জেলায় ইজিবাইক চাপায় আরো তিনজনের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে ও ব্যাটারি চালিত ইজিবাইক চলাচলবন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে সুনামগঞ্জের আলফাত স্কয়ারে। আজ রোববার দুপুরে এ মানববন্ধনের আয়োজন করে খেলাঘর আসর।
এ সময় বক্তব্য রাখেন খেলাঘর সুনামগঞ্জ শাখার সভাপতি বিজন সেন রায়, সাধারণ স¤পাদক অ্যাডভোকেট এনাম আহমেদ, সংগঠনটির জেলা শাখার উপদেষ্টা মুক্তিযোদ্ধা মতিউর রহমান সহ বিক্ষুব্ধ নাগরিকদের অনেকেই।
বক্তারা ইজিবাইক চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্বেও সিন্ডিকেটের মাধ্যমে সুনামগঞ্জে এগুলো চলতে দেয়া হচ্ছে বলে উল্লেখ করেন। পাশাপাশি ৭ দিনের মধ্যে ইজিবাইক বন্ধের আল্টিমেটাম দেন। অন্যথায় কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন তারা।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি