![রাণীনগরে ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/18/committee_abnews_126429.jpg)
রাণীনগর (নওগাঁ), ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁর রাণীনগরে সদর ইউনিয়নের ৩নং (পশ্চিম বালুভরা) ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে বালুভরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মো: সাফাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মোল্লা, সহ-সভাপতি মো: আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম শরিফ উদ্দিন, প্রচার সম্পাদক আসাদুজ্জামান পিন্টু, শ্রমিক লীগের সাধাররণ সম্পাদক রোস্তম আলী মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মো: কারিমুল্লাহ, আব্দুল খালেক প্রমুখ।
ত্রি-বার্ষিক সম্মেলনে মো: আসলাম হোসেনকে সভাপতি ও মো. মামুন হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
এবিএন/এ বাশার/জসিম/এমসি