![তারাগঞ্জে ইউথ ক্লাবের সমন্বয় সভা ও উপকরণ বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/18/sova_abnews_126430.jpg)
তারাগঞ্জ (রংপুর), ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইউপি সদস্য ও ইউথ ক্লাবের সদস্যদের অংশ গ্রহণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার সকাল ১১টায় কুর্শা ইউপি হলরুমে ন্যাশনাল সিটিজেন সার্ভিস প্রকল্পের আয়োজনে এমজেকেএস এর বাস্তবায়নে ভিএসও’র সহযোগিতায় অনুষ্টিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার।
ইউপি সদস্যদের মাধ্যমে ভিএসও প্রতিনিধি এবং ইউথ ক্লাবের সদস্যদের মতামত জন সচেতনতা মুলকভাবে সভায় তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিএস প্রজেক্ট অফিসার জাহিদুল ইসলাম মিলন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলিজা বেগম, লিলি বেগম, রিনা আক্তার, সাইফুল শাহ্, বেলায়েত হোসেন, কাজী মনির উদ্দিন, ভিএসও প্রতিনিধি আসাদুজ্জামান নুর।
শেষে এনসিএস’র পক্ষ থেকে ইউথ ক্লাবের সভাপতি লাল বানু, সিরাজুল ইসলাম, লেবু রায়, ওমেদুর ইসলাম, মুক্তা খাতুন, খাদিজাতুল কোবরা, গুলশানআরা প্রত্যেকের মাঝে ট্রাঙ্ক ও হোয়াইট বোর্ড সরঞ্জামাদি অতিথিবৃন্দ তুলে দেন।
এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/এমসি