ঝিনাইদহ, ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : নতুন ভবনে, নতুন সাজে স্থানান্তরিত হয়েছে ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখা। আজ রবিবার দুপুরে শহরের ওসমান-রাশিদা টাওয়ারের দ্বিতীয় তলায় ব্যাংকটির স্থানান্তর উপলক্ষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
এ উপলক্ষে ব্যাংক অভ্যন্তরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক যশোর জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জোন মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক ব্যাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহবুব-উল-আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ডেভেলপমেন্ট উইং আবু রেজা মোঃ ইয়াহইয়া, কালীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ব্যবসায়ী ও সূধীবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখা প্রধান ও এভিপি মোস্তাফিজুর রহমান। আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এবিএন/যবনিক/জসিম/তোহা