
রাজবাড়ী, ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে ইট ভাঙা মেশিনের নিচে চাপা পড়ে নিহত ১ আহত ১। নিহতের নাম হাবিবুর রহমান (৩২) ও লতিফ মণ্ডল (৩৫) নামে এক শ্রমিক আহত হয়েছেন। আজ রবিববার বেলা সাড়ে ১১টার দিকে মৃগী ইউনিয়নের আড়কান্দি দাখিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের আ. হাকিমের ছেলে ও আহত লতিফ একই উপজেলার সাওরাইল ইউনিয়নের পাথুরিয়া গ্রামের সানোয়ার মণ্ডলের ছেলে। আহত লতিফকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১ টার দিকে ইট ভাঙার মেশিনে চড়ে মৃগী ইউনিয়নে কাজে যাচ্ছিলেন হাবিবুর ও লতিফ। পথে আড়কান্দি দাখিল মাদরাসা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মেশিনটি উল্টে যায়। এসময় হাবিবুর মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান এবং লতিফ গুরুতর আহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী গুরুতর আহতবস্থায় লতিফকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/তোহা