টাঙ্গাইল, ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : কালিহাতীতে পুলিশ অভিযান চালিয়ে ৯ জুয়ারুকে আটক করেছে। কালিহাতী থানা ওসি মীর মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার ভোর সকালে উপজেলার কামান্না মধ্যপাড়া নুর জামালের মেশিন ঘরে জুয়া খেলার সময় পুলিশ তাদের আটক করে। এ ব্যাপারে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে তাদের টাঙ্গাইল আদালতে প্রেরন করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার কামান্না মধ্যপাড়া মৃত আমান আলীর ছেলে কামাল হোসেন(৩৬), সিরাজুল ইসলামের ছেলে রিপন মিয়া (৩০), হবি খানের ছেলে মিঠুন (২৮), কামান্না পূর্বপাড়ার মৃত শুকুর মহমুদের ছেলে মিন্টু (৩৬), রামপুর জুম্মাবাড়ী গ্রামের আঃ মালেকের ছেলে হাতেম আলী(২৫), ওয়ারেজ আলীর ছেলে সাহেব আলী(৪৫), রামপুর উত্তর পাড়া গ্রামের শাহজাহানের ছেলে নুর আলম(২৫), আগচারান গ্রামের মৃত হারান আলী ছেলে আনোয়ার হোসেন (৩০), মৃত আবু বক্করের ছেলে আনোয়ার হোসেন (৩৭)।
এবিএন/তারেক আহমেদ/জসিম/তোহা