
বোয়ালখালী, ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনীতে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১২৪তম শাখার উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার দুপুরে এ শাখার উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. জাহেদুল হক, চিটাগাং চেম্বার অফ ইন্ডাস্ট্রি এর ফাউন্ডার ভাইস চেয়ারম্যান এন্ড ডাইরেক্টর কামাল মোস্তফা চৌধুরী, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালক ফিরোজুর রহমান, শামশুল আলম, এসএএম হোসাইন, গুলজার আহমেদ, নজমুল হক চৌধুরী, কাজী খুবরম আহমদ, ব্যবস্থাপনা পরিচালক মামুন উর রশিদ ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তারিকুল আজম।
এবিএন/রাজু দে/জসিম/নির্ঝর