শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সিরাজগঞ্জে ৫ ভুয়া পরীক্ষর্থীর জরিমানা: সুপারের কারাদন্ড

সিরাজগঞ্জে ৫ ভুয়া পরীক্ষর্থীর জরিমানা: সুপারের কারাদন্ড

সিরাজগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিরাজগঞ্জের উল্লাপাড়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে মাদরাসা সুপারসহ ৫ ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতারের পর জেল-জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান এই জেল-জরিমানার রায় ঘোষনা করেন। উল্লাপাড়া মডেল থানার এসআই আসাদুজ্জামান রিপন জানান, ওই দিন দুপুরের দিকে উল্লেখিত মাদরাসা কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, উল্লাপাড়া উপজেলার ইসলামপুর ধরইল মাঝিপাড়া দাখিল মাদরাসার সুপার আতাউর রহমান ও শিক্ষার্থী তানিয়া খাতুন, আতিকুল ইসলাম, সাজু আহমেদ, মনসুর আহমেদ ও ইমন বাবু। ওই কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় এই ৫জন ভুয়া পরীক্ষার্থী অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত কেন্দ্রে অভিযান চালিয়ে ওই ৫ ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। সেই সাথে এসব ভুয়া পরীক্ষার্থীদের সহযোগিতা করার দায়ে মাদরাসা সুপারকেও আটক করা হয়। ওই সন্ধায় তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুপার আতাউর রহমানকে দুই মাসের কারাদন্ড এবং পাঁচ ভুয়া পরীক্ষার্থীর প্রত্যেকেই ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত