শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

চকরিয়ায় ম্যাজিক গাড়ী খাদে পড়ে নারীসহ আহত ১০

চকরিয়ায় ম্যাজিক গাড়ী খাদে পড়ে নারীসহ আহত ১০

চকরিয়া, ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়া-বদরখালী সড়কের রামপুর এলাকায় ম্যাজিক গাড়ীর চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে ১০ যাত্রী আহত হয়েছে। আজ রবিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকার মোহাম্মদ হোছাইন (৫০), একই এলাকার মোক্তার আহমদের স্ত্রী ছৈয়দা খাতুন (৪৫), জালাল আহমদের স্ত্রী ফাতেমা বেগম (৬০), আক্তার মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম (৬৫), কালামারছড়ার গুরা মিয়ার ছেলে বদিউর রহমান (২৯) ও চকরিয়া উপজেলার বদরখালী এলাকার রহিম উল্লাহর স্ত্রী লায়লা বেগম (৪৮)। অপর আহত ৪জনকে স্থানীয় রামপুর এলাকায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহত মো.হোছাইন বলেন, দুপুরে ম্যাজিক গাড়ী করে চকরিয়া যাওয়ার পথে বদরখালী সড়কের রামপুর এলাকায় পৌছলে গাড়ির সামনের একটি চাকা পাংচার হয়ে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত