![বেগম জিয়ার মুক্তির দাবীতে সাপাহারে গণস্বাক্ষর সংগ্রহ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/18/abnews-24com.bbbbbbbbbbbbb_126464.jpg)
সাপাহার (নওগাঁ), ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁর সাপাহারে গণস্বাক্ষর করছেন বিএনপির নওগাঁ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন মাসুদ রানার কর্মীগণ। গতকাল শনিবার সকাল থেকেই কর্মীগণ উপজেলার বিভিন্ন গ্রামে অবস্থান নিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করছেন।
এবিএন/নয়ন বাবু/জসিম/তোহা