তারাগঞ্জ (রংপুর) , ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : রংপুরের তারাগঞ্জে ৭দিন ব্যাপী ফুটবল প্রশিক্ষন ক্যাম্প সমাপ্ত হয়েছে। গত শনিবার বিকাল ৫ টায় তারাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে তারাগঞ্জ ফুটবল একাডেমী আয়োজিত ফুটবল ক্যাম্প সমাপ্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থি ছিলেন রংপুর জেলা পরিষদের সদস্য ও সাবেক কুর্শা ইউপি চেয়ারম্যান তারাগঞ্জ ফুটবল একাডেমীর প্রধান উপদেষ্টা শাহিনুর ইসলাম মার্শাল,গণ কল্যাণ সংস্থার চেয়ারম্যান ও উপদেষ্টা মন্ডলীর সদস্য গোলাম মেহেদী, তারাগঞ্জ ফুটবল একাডেমীর সাধারন সম্পাদক আমীর হামজা সরকার তানভীর, তারাগঞ্জ ফুটবল একাডেমীর প্রশিক্ষক ফরহাদ হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বকুল, প্রচার সম্পাদক ও সাংবাদিক বিপ্লব হোসেন অপু, ক্রীয়া সংগঠিকা লায়লা সরকার প্রমুখ।নবাগত তরুন খেলোয়ারদের এই প্রশিক্ষন প্রদান করেন বাংলাদেশ জাতীয় উর্ন্ধ ১৬ দলের প্রশিক্ষক মাহবুব রহমান পলো । তারাগঞ্জ ফুটবল একাডেমীর খেলোয়ারদের প্রশিক্ষণ শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষক মাহবুব রহমান পলোকে উপহার তুলে দেন।
এবিএন/ বিপ্লবহোসেন অপু/জসিম/নির্ঝর