শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সিরাজগঞ্জে যুবলীগ নেতাকে ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ
সাদা কাগজে স্বাক্ষর গ্রহণ

সিরাজগঞ্জে যুবলীগ নেতাকে ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ

সিরাজগঞ্জে যুবলীগ নেতাকে ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ

সিরাজগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়ন যুবলীগ নেতাকে মিথ্যা মামলায় ফাঁসাতে গ্রামবাসীর নিকট থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে। জানা গেছে, উপজেলার ভাতহারিয়া গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের বহিস্কৃত নেতা নাসির উদ্দিন মাহমুদ নাজিরের সঙ্গে একই গ্রামে ব্রহ্মগাছা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ছানোয়ার হোসেন বাবুর দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজনৈতিক মামলা হামলা চলে আসছিলো।

এরই এক পর্যায় গত শুক্রবার নাজির গ্রুপের আব্দুল করিম উক্ত বিষয়ে মিমাংসার কথা বলে গ্রামের সহজ সরল আংশিক গ্রামবাসীর নিকট থেকে সাদা কাগজে স্বাক্ষর গ্রহন করেন। বিষয়টি মিমাংসা না করে নিজের স্বার্থ হাসিল করার লক্ষে স্বাক্ষরিত সাদা কাগজ নিজের কাছে রেখে দেন। এরই প্রতিবাদে রোববার দুপুর আড়াই টার দিকে ভাতহাড়িয়া গ্রামেবাসী একটি প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করে। এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, ব্রহ্মগাছা ইউপির ৬নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম খান, মহিলা সদস্য সাহেরা ভানু, শিক্ষক আনোয়ার হোসেন, ব্রহ্মগাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল, ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক হোসাইন, সেচ্ছাসেবক লীগের নেতা হাসান, সমাজপতি সামিদুল ইসলাম, কোরবান আলী, মজনু সহ গ্রামের ২শতাধিক নারী পুরুষ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা নিজের আধিপত্য বিস্তারের লক্ষে যুবলীগ নেতাকে সন্ত্রাসী মামালায় ফাসাতে নিরহ গ্রাম বাসীকে ভূল বুঝিয়ে সাদা কাগজে স্বাক্ষর গ্রহনকারী নাসির উদ্দিন মাহমুদ নাজিরের দৃষ্টান্ত মূলক শাস্তিদাবি করেছেন গ্রামবাসী।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত