বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুর বিএনপির স্মারকলিপি প্রদান

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুর বিএনপির স্মারকলিপি প্রদান

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুর বিএনপির স্মারকলিপি প্রদান

জামালপুর, ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : আজ রবিবার দুপুরে জামালপুর জেলা বিএনপি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম এতে প্রধান অতিথি ছিলেন।

স্মারকলিপি প্রদান উপলক্ষে আজ রবিবার দুপুরে জেলা শহরের দেওয়ানপাড়া স্টার কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-জরবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, ও জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আকতার রীতা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আমজাদ হোসেন, লোকমান আহম্মেদ লোটন , নবী নেওয়াজ খান লোহানী বিপুল, কাজী মশিউর রহমান, মাইনুদ্দিন বাবুল, আনিসুর রহমান বিপ্লব, আহসানুজ্জামান রুমেল, সেলিনা বেগম, সাঈদা আক্তার শ্যামা, ফায়েজুল বির লানজু প্রমুখ।

সমাবেশের আলোচনা পর্ব শেষে জেলা বিএনপি ও অনুষ্ঠানের অতিথিগণ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন।

এবিএন/শাহ জামাল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত