![লালপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশ কনস্টেবল নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/18/abnews-24com.bbbbbbbbbbbbbb_126498.jpg)
লালপুর (নাটোর), ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : নাটোরের লালপুরে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে এনামুল হক (৩০) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের পালিদেহা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বড় কুতুবপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি পাবনা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাকের চালক ঈশ্বরদী উপজেলার মশুরি পাড়া গ্রামের মৃত মেরাজ আলীর ছেলে নাসির (৫০) কে আটক করেছে লালপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল হক পালসার মোটরসাইকেল যোগে লালপুর-ঈশ্বরদী সড়ক দিয়ে পাবনা ফিরছিলেন। পথিমধ্যে পালিদেহা নামক স্থানে পৌছালে লালপুর গামী একটি ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এ সময় এনামুল হকের মাথা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে লালপুর থানা অফিসার ইনচার্জ আবু ওবায়েদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নাটোর মর্গে পাঠানো হয়েছে ও ঘাতক ট্রাক এবং ট্রাক চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হচ্ছে।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/তোহা