শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

উলিপুরে ভৌতিক উপন্যাস ‘যামিনীর’ মোড়ক উম্মোচন

উলিপুরে ভৌতিক উপন্যাস ‘যামিনীর’ মোড়ক উম্মোচন

উলিপুর (কুড়িগ্রাম), ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুড়িগ্রামের উলিপুরে আবু হেনা মুস্তফা সম্পাদিত কিশোর লেখক তানভীর আহমেদ রচিত ভৌতিক উপন্যাস “যামিনীর” মোড়ক উম্মোচন করা হয়েছে।

আজ রবিবার বিকেলে উলিপুর বণিক সমিতির হল রুমে বিশিষ্ট শিক্ষাবিদ হরি গোপাল সরকারের সভাপতিত্বে মোড়ক উম্মোচনকালে স্বাগত বক্তব্য রাখেন, লেখকের বাবা সহকারী অধ্যাপক শামসুল আলম।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- রোকেয়া বিশ^বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান শাখার বিভাগীয় প্রধান শাহিনুর রহমান, যুক্তরাষ্ট্র ক্যালফেনিয়ার বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শাহানা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।

আরও বক্তব্য রাখেন- বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, বঙ্গবন্ধু পরিষদ উপজেলা সভাপতি এম এ মতিন, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম দুলাল, প্রধান শিক্ষিকা উম্মে হাবিবা পলি প্রমুখ।

বক্তরা তাদের বক্তব্যে বইটির গঠনমূলক আলোচনা ও সমালোচনা করেন।

এবিএন/আব্দুল মালেক/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত