
দুর্গাপুর (নেত্রকোনা), ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : নেত্রকোনার দূর্গাপুর তেরীবাজার নামক ঘাটে সোমেস্বরী নদীর পাড় থেকে আজ রবিবার বিকেলে ব্যাগের ভেতরে রাখা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, বাজারের একটি ব্যাগ পানির কাছে পড়ে থাকতে দেখে স্থানীয়রা কৌতুল বশত সেখানে ভীড় জমায়। ধীরে ধীরে ভীড় বাড়তে থাকলে দূর্গাপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে দূর্গাপুর থানার ওসি মিজানুর রহমান আকন্দ সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত ওই মররদেহটিকে দাফনের জন্য স্থানীয় পৌর সভায় হস্তান্তর করা হবে। এ ব্যাপারে একটি জিডি হয়েছে।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/এমসি