![বন্দরে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/18/atok-abn-yaba_126513.jpg)
বন্দর (নারায়নগঞ্জ), ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : বন্দর থানা পুলিশ ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫শ’ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গতকাল শনিবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৩৬(২)১৮, ৩৭(২)১৮ ও ৩৮(২)১৮।
থানা সূত্রে জানা গেছে, কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ শনিবার রাতে বন্দর থানার তবলপাড়াস্থ জনৈক হুমায়ন মিয়ার মাঠে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গাঁজাসহ একই এলাকার মজিদ মিয়ার হোটেলের কর্মচারি আবুল খায়ের মিয়ার মাদক ব্যবসায়ী ছেলে রানা (২৪) একই এলাকার হুমায়ন মিয়ার ওয়ার্কসপের কর্মচারি শাফায়াত উল্ল্যাহ মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী মেহেদী হাসান (২৬) ও নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার খোকন মিয়ার ছেলে সুমন (২৭)কে গ্রেপ্তার করে।
এছাড়াও বন্দর থানার উপ-পরিদর্শক আনোয়ার হুসাইনসহ সঙ্গীয় র্ফোস একই রাতে সোনাকান্দা হেভেন কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দড়িসোনাকান্দা এলাকার টুক্কু মিয়ার ছেলে চিহিৃত মাদক ব্যবসায়ী রবিউল (৪২)কে গ্রেফতার করে।
এদিকে বন্দর থানার অপর উপ-পরিদর্শক আব্দুল আলিমসহ সঙ্গীয় র্ফোস দড়িসোনাকান্দা এলাকার সায়েম ডেন্টাল এর সামনে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনাকান্দা এলাকার জাহের মিয়ার ছেরে ইয়াবা ব্যবসায়ী সোহেল (২০)কে গ্রেফতার করে।
ধৃতদের পৃথক ৩টি মাদক মামলায় আজ রবিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি