![পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/18/mp_abnews_126521.jpg)
পাইকগাছা (খুলনা), ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : খুলনার পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন, জাতীয় নির্বাচনে জনমত গঠন ও সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার লক্ষ্যে এ জনসভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার বিকালে মৌখালী কেজিএইচএফ মাধ্যমিক বিদ্যালয় মাঠে চাঁদখালী ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক।
বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আ.লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন কুমার ভদ্র, অধ্যক্ষ রবিউল ইসলাম, বিজন বিহারী সরকার, গোলাম রব্বানী, জেলা যুবলীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান।
বক্তব্য রাখেন- নূরুল ইসলাম, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, জগদীশ চন্দ্র রায়, প্রণব কান্তি মন্ডল, বারিক গাজী, দেবব্রত রায়, আসিফ ইকবাল রনি, এসনেয়ারা খানম, আজিজুল ইসলাম, রফিকুজ্জামান, আরিফুল ইসলাম, গফুর সরদার, হাবিবুর রহমান, শফিক ইসলাম ও পৌর ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ রাজু।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/এমসি