![পাইকগাছায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/18/fire_abenws_126522.jpg)
পাইকগাছা (খুলনা), ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : খুলনার পাইকগাছায় মিতালী বহুমূখী সমবায় সমিতির পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্র সামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে।
আজ রবিবার বিকেলে সমিতির সভাপতি মোঃ আব্দুল গফফার মোড়ল পৌর সদরের সরল গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সুকুমার বাইন পরিবারের নিকট সহায়তা প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সমিতির সাধারণ সম্পাদক আমিনুর রহমান, করিমুন্নেছা, আজিজুল ইসলাম, কাকুলী ঘোষ, উত্তম ঘোষ, বাবলু গাজী, হাসানুর রহমান, রাশেদ গাজী ও সুকুমারের স্ত্রী পাপিয়া বাইন।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/এমসি