![আজ বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/19/pm-press-briefing_126542.jpg)
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সদ্য সমাপ্ত ইতালি ও ভাটিকান সিটির সফর বিষয়ে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে ভাষণ দেবেন।
প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।’
শেখ হাসিনা গত ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি ইতালি ও ভাটিকান সিটিতে চারদিনের সরকারি সফর করেন।
প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবো-এর আমন্ত্রণে ইফাদে’র বার্ষিক পরিচালনা পর্ষদের বৈঠকে অংশগ্রহন করেন।
প্রধানমন্ত্রী পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভাটিকান সিটির হলি সি সফর করেন। তিনি পোপ ও ভাটিকান সিটির সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্র পারোলিনের সঙ্গেও বৈঠক করেন।
এবিএন/জনি/জসিম/জেডি