![সাভারে বাসচাপায় অজ্ঞাত যুবক নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/19/road-accident3_126553.jpg)
সাভার, ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : সাভারে যাত্রীবাহী একটি বাসের চাপায় অজ্ঞাত পরিচয় (২০) এক যুবক নিহত হয়েছে। আজ সোমবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকার রাবেয়া ক্লিনিকের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই যুবক মহাসড়ক দিয়ে রাস্তা পার হওয়ার সময় তাকে একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ জানায়, ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে । এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর