![হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/19/hobigoang_abnews24_126559.jpg)
হবিগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : হবিগঞ্জে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিলেটের কদমতলী এলাকার বাসিন্দা প্রাইভেটকাররের চালক মামুন ও আরোহী মাসুদ আলী। তবে মাসুদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটমুখী একটি ট্রাক সকালে অলিপুর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক মামুন ঘটনাস্থলেই মারা যান। পরে প্রাইভেটকারের আরোহী মাসুদ আলীকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই কমল সরকার জানান, নিহত মামুনের বাড়িতে খবর দেয়া হয়েছে। আর অন্যজনের পকেটে একটি টোবাকো কোম্পানির পরিচয়পত্র পাওয়া গেছে। তাতে শুধু তার নাম মাসুদ আলী লেখা রয়েছে। ওই ছবির সঙ্গে তার চেহারা এখনো মিলিয়ে দেখা সম্ভব হয়নি। তার প্রকৃত পরিচয় জানার জন্য ওই টোব্যাকো কোম্পানিতে খবর দেয়া হয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ