শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

আক্কেলপুরে মাটি চাপা পড়ে কিশোর নিহত

আক্কেলপুরে মাটি চাপা পড়ে কিশোর নিহত

আক্কেলপুর (জয়পুরহাট) , ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার শাান্তা গ্রামের একটি ইটভাটায় মাটিচাপা পড়ে জনি মন্ডল (১৪) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনা ঘটে। জনি মন্ডল উপজেলার আবাদপুর গ্রামের ছায়ের মন্ডলের ছেলে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, জনি স্থানীয় ভানুরকান্দা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। অভাবের তাড়নায় আজই প্রথম সে স্থানীয় ইট ব্যবসায়ী স্বপন আকন্দের মালিকানাধীন ইটভাটায় শ্রমিক হিসেবে যোগদান করে।

জনি সন্ধ্যার দিকে মাটি কাটার কাজ করছিল। হঠাৎ মাটি সড়াতে গিয়ে স্তুপের নিচে পড়ে যায় জনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/ আতিউর রাব্বী তিয়াস/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত