চকরিয়া (কক্সবাজার), ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধে সাধারণ জনগণের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল রবিবার চকরিয়া পৌরশহরস্থ সনাক কার্যালয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস)’র উদ্যোগে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক সদস্য ও ইয়েস উপ-কমিটির আহ্বায়ক জিয়া উদ্দিন।
এতে বক্তব্য রাখেন- সনাক সদস্য মোহব্বত চৌধুরী বিভিন্ন সংগঠনের পক্ষে আ.ন.ম. রোস্তম আলী, কাজী বোরহান উদ্দীন, এসএম. জিল্লুর রহমান,এম মাহমুদুল কবির শোয়াইব, সাইফুল ইসলাম সাগর, মীর কাশেম আলী, মো. আয়ুব, সাখাওয়াত হোসেন আদনান, মো.সাইফুল ইসলাম, নুরুল ইসলাম মানিক, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ সাহেদুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন টিআইবির এরিয়া ম্যানেজার এ.জি.এম. জাহাঙ্গীর আলম। এসময় সনাক-টিআইবি’র চকরিয়ার চলমান কার্যক্রম তুলে ধরা হয়।
সভায় টিআইবি’র চলমান দুর্নীতিবিরোধী কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন সংগঠনের ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতি প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের বিষয়ে জোরালো মত ব্যক্ত করা হয়। এ সময় ভূমি, স্বাস্থ্য, পাসপোর্ট খাতে সেবা গ্রহণের ক্ষেত্রে জনগণের হয়রানী দুরীকরণের বিষয়ে সনাকের সহযোগীতা প্রত্যাশা করা হয়।
বিশেষ করে দুর্নীতি ও হয়রানী প্রতিরোধে ভূমি সেবা খাতে কর্তৃপক্ষের গৃহিত নানা উদ্যোগের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য সকল সংগঠনের পক্ষ থেকে প্রচারণার উদ্যোগ গ্রহণের আহবান জানানো হয়।
মতবিনিময় সভায় বড়ইতলী যুব একতা সংঘ, হিলফুল ফুজুল সংঘ, পিচফুল ইউনাইটে ক্লাব, ড্রিম সঞ্চয় ও উন্নয়ন প্রকল্প, প্রিয়জন যুব উন্নয়ন একতা সংঘ, ফুটন্ত কিশোর ক্লাব, আলো বিকরণ, একতা ছাত্র সংঘঠন, ইলিশিয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, বানিয়াছড়া টেন স্টার, মাইজ কাকারা ফুটন্ত গোলাফ, স্টুডেন্ট ওয়েল ফেয়ার, সোনাইছড়ি সাহিত্য মঞ্চ সহ ১৪ সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভা শেষে দুর্নীতিবিরোধী ভিডিও নাটক ‘আলোর মানুষেরা’ প্রদর্শনের পাশাপাশি স্বাস্থ্য, ভূমি ও তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে তথ্যপত্র বিতরণ করা হয়।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি