শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবিতে

প্রধানমন্ত্রীকে ঝালকাঠি বিএনপি’র স্মারকলিপি

প্রধানমন্ত্রীকে ঝালকাঠি বিএনপি’র স্মারকলিপি

ঝালকাঠি, ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রধানের কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী ঝালকাঠি জেলা বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে। গতকাল রবিবার সকালে নেতাকর্মীরা জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করতে গেলে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে পুলিশের একটি দল তাদের বাধা দেয়। পরে বিএনপি নেতাদের দাবীর মুখে সভাপতি ও সাধারন সম্পাদক দুজনকে জেলা প্রশাসকের র্কাযালয় প্রবেশের অনুমতি দেন। ইতিমধ্যে ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ তাদের সাথে স্মারকলিপি প্রধান কর্মসূচীতে যোগ দেন। পরে জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুরসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো. হামিদুল হকে’র কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি সম্বলিত স্বারকলিপী পেশ করেন।

পরে জেলা আইনজিবি সমিতির সামনে তাৎক্ষনিক এক পথসভায় নেতৃবৃন্দ বলেন, বর্তমান ব্যাংক ডাকাত আ.লীগ সরকার ষড়যন্ত্রমূল ভাবে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ মামলায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ৫বছর কারাদন্ডের রায় প্রদান করেছে। ফ্যাসিষ্ট সরকার একর পর এক বাংলাদেশ ব্যাংক, বেসরকারী ব্যাংক-বীমা ও শেয়ার বাজারসহ দেশের অধিকাংশ আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা ডাকাতী ও লুন্ঠন করে বিদেশে পাচার করলেও তাদের ব্যাপারে সরকার ও আইন-আদালত কোন ব্যবস্থা গ্রহন করেনি।

অথচ একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রীকে মাত্র দু’কোটি টাকা আত্মসাতের কাল্পনিক অভিযোগে মিথ্যা মামলা ও ফরমায়েসি সাজা প্রদানের নাটক করে কারাগারে বন্দী করেছে। নিজেদের লুটপাট জায়েজ করতে লুটেরা সরকার ‘মাটি ও মানুষের প্রিয় নেত্রী’ খালেদা জিয়াকে নির্বাচনে থেকে দূরে রাখতে নানা ষড়যন্ত্র ও অপকৌশল বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। তবে বাংলার মাটিতে শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শের একজন সৈনিক বেঁচে থাকতেও তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেবেনা।

বিএনপির প্রতিটি নেতা দেশবাসীকে সাথে নিয়ে গনআন্দোলনের মাধ্যমে জেলের তালা ভেঙ্গে বেগম খালেদা জিয়াকে তাদের মাঝে ফিরিয়ে আনবেন। তাই বর্তমান অবিচারের সরকারকে অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা ও সাজনো রায় বাতিল করে স্বসম্মানে মুক্তি দেয়ার দাবী জানান।

এ সময় জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, সহসভাপতি এড. হুমায়ূন কবির বাবুল, যুগ্মসম্পাদক এড. শাহাদাত হোসেন, এড. সৈয়দ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পী, এড. ফয়সাল হোসেন খান, এড.আনিচুর রহমান খান, শহর যুবদল সভাপতি গোলাম কিবরিয়া তালুকদার, যুবদল নেতা বাচ্চু হাসান, জেলা ছাত্রদল নেতা জাহিদ হোসেনসহ বিএনপি ও অংগসংগঠনের নেতৃবন্দ।

বক্তারা ঝালকাঠিতে বিএনপির শান্তিপূর্ন প্রতিটি কর্মসূচীতে পুলিশ বাধা ও বেগম খালেদা জিয়া মুক্তির আন্দোলন বানচাল করতে একাধিক মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি-গ্রেপ্তারের তীব্র নিন্দ ও প্রতিবাদ জানান।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত