![ফরিদপুরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/19/sova_abnews_126576.jpg)
ফরিদপুর, ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : ফরিদপুরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা সদর উপজেলার মাচ্চর ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নারর্গিস খন্দকার।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফরিদপুর জেলার সমন্বয়কারী মো. রাসেদুল হক মিল্টন, উপজেলা সমন্বয়কারী রুবিনা আক্তার।
মতবিনিময় উপস্থিত ছিলেন- সভায় শিক্ষক, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, নারী নেত্রী, এনজিগ কর্মী, ইমাম, কাজী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি