![টেকনাফে সড়ক দুর্ঘটনায় নিহত ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/19/road-accident@abnews24_126578.jpg)
কক্সবাজার, ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের টেকনাফে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
আজ সোমবার ভোর রাতে টেকনাফ-সাবরাং সড়কের নুর আহমদ চেয়ারম্যানের বাঁক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আলম মাবু, মোহাম্মদ ইসমাইল ও হেলাল উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে ৪ বন্ধু কক্সবাজার বেড়াতে যান। রাতে তারা কক্সবাজার থেকে টেকনাফ পৌঁছে সাবরাং এলাকায় ইসমাইলকে বাড়িতে পৌঁছে দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় ৪ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। পরে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে।
টেকনাফ থানার ওসি মো. মাইন উদ্দিন খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ