
ঠাকুরগাঁও, ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় তহুরা বেগম (৫০) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তহুরা বেগম (৫৫) বালিয়াডাঙ্গী উপজেলার রুপগঞ্জ গ্রামের বাসিন্দা।
আজ সোমবার সকাল ৮টার সময় ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, বালিয়াডাঙ্গী উপজেলা থেকে ছেড়ে আসা একটি থ্রি হুইলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌছালে এক সাইকেল আরোহী রাস্তা পার হতে গেলে সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এসময় থ্রি-হুলাইলারটি উল্টে যায়। ঘটনাস্থলে থ্রি-হুইলারের এক যাত্রী নিহত হয়। সাইকেল আরোহীসহ আহত হয় আরো ২ যাত্রী।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
ঠাকুরগাঁও সদর থানার এসআই খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এবিএন/রবিউল এহসান রিপন/জসিম/নির্ঝর