
রুমা (বান্দরবান) , ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : গতকাল রবিবার এসএসসি পরীক্ষার ঐচ্ছিক বিষয় কৃষি শিক্ষার উত্তর পত্র ভুল ক্রমে বাসায় নিয়ে গিয়ে এক পরীক্ষার্থী বহিস্কৃত হয়েছে। ঘটনাটি ঘটেছে বান্দরবানের রুমা উপজেলার রুমা সরকারী উচ্চবিদ্যালয় কেন্দ্রে। উসাংপ্রু মারমা নামের ওই ছাত্রীটি এখন রুমা হাসপাতালে ভর্তি রয়েছে, এ অনাকাঙ্খিত ঘটনায় মানসিক ভাবে ভারাক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে সে। ছাত্রীটি বলে প্রশ্নপত্র ভেবে সে পরীক্ষার উত্তর পত্র তার ফাইলে ঢুকিয়ে ফেলে এবং সে অবস্থায় পরীক্ষা শেষে বাসায় চলে যায়। পরে পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকরা তাকে কেন্দ্রে ডেকে পাঠিয়ে উত্তর পত্রটি নিয়ে বহিষ্কার করে।
নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে হলে দায়িত্বরত শিক্ষকদের সকল পরীক্ষার্র্থীর উত্তরপত্র বুঝে নেয়ার কথা। কিন্তু সকল উত্তর পত্র নেয়া হয়েছে কিনা তা নিশ্চিত না হয়ে কিভাবে শিক্ষকরা হল ত্যাগ করলেন সেটাই প্রশ্ন অভিভাবক মহলের। এ বিষয়ে রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা নিজেও অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষকদের প্রতি। তিনি বলেন,’ ছাত্রীটিকে বহিষ্কার না করলেও চলতো, বিনা অপরাধে শুধু মাত্র ভুলের জন্য একজন শিক্ষার্থীর জীবন নষ্ট করা যায়না।’ রুমায় পোস্ট অফিসের মাধ্যমে পরীক্ষার উত্তর পত্র কেন্দ্রে পাঠানো হয়, সেদিন আরো কিছু সময় বিলম্ব করেও উত্তর পত্র জমা দেয়া যেতো।
এবিএন/ চনুমং মারমা/জসিম/নির্ঝর