
মদন (নেত্রকোনা), ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : নেত্রকোনার মদনে শ্রেষ্ঠ বিদ্যাপিঠ সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজের নব-নির্মিত শহীদ মিনার কলেজ প্রাঙ্গণে আজ সোমবার উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে কলেজ শিক্ষক মিলনায়তনে আলোচনা সভায় অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল কদ্দুছ, সহ-সভাপতি গোলাম মোস্তফা।
আরও বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার খান এখলাছ, পৌর মেয়র মোঃ আব্দুল হান্নান তালুকদার শামীম, জেলা পরিষদ সদস্য আয়েশা আক্তার প্রমুখ।
এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/এমসি