রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • ফুলবাড়ীতে ৫ পরীক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত
পঠিত বিষয় পরিবর্তন

ফুলবাড়ীতে ৫ পরীক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত

ফুলবাড়ীতে ৫ পরীক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) , ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : পঠিত বিষয় পরিবর্তন হয়ে প্রবেশ পত্রে অন্য বিষয় সংযুক্ত হওয়ায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের ৫ এসএসসি পরীক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়েছে পড়েছে। সংযুক্ত বিষয়ে কোন রকম প্রস্তুতি না থাকায় কাঙ্খিত ফলাফল নিয়ে শংকিত হয়ে পড়েছে ওই শিক্ষার্থী ও অভিভাবকরা ।

জানা গেছে ,ওই প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহিন আলম রোল- ২২৪৪৫১,আতিকুর রহমান রোল-২২৪৪৪৭,ফিরোজ আহম্মেদ রোল- ২২৪৪৪৯, মেহেদী হাসান মাসুম রোল- ২২৪৪৫৩ এবং রবিউল ইসলাম রোল-২২৪৪৫২ কৃষি শিক্ষা বিষয়কে আবশ্যিক করে ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহনের জন্য যথারীতি ফরম পূরণ করে। সে অনুযায়ী গত ১৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা দেয়ার জন্য তারা উপজেলার মিয়া পাড়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যায়। কেন্দ্রে গিয়ে তারা জানতে পারে তাদের প্রবেশ পত্রে আবশ্যিক বিষয় কৃষি শিক্ষার পরিবর্তে উচ্চতর গণিত সংযুক্ত হয়েছে যার পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারী। গোটা শিক্ষাবর্ষ কৃষি শিক্ষা বিষয়ে ক্লাস ও পড়াশোনা করে পরীক্ষা দিতে না পাড়ায় এবং একদিনও উচ্চতর গণিত বিষয়ে পড়াশোনা না করায় তারা হতাশ হয়ে কেন্দ্রেই কান্নাকাটি শুরু করে। পরে সংশ্লিষ্টরা সমবেদনা জানিয়ে ওই শিক্ষার্থদেরকে বাড়িতে পাঠিয়ে দেন।

পরীক্ষার্থী মেহেদী হাসান মাসুম জানায়,ফরম পূরণের সময় আমি কৃষি শিক্ষা বিষয়কে আবশ্যিক করে ফরম পূরণ করেছি। কিন্তু প্রবেশ পত্রে উচ্চতর গণিত আবশ্যিক হয়েছে যা আমি কোনদিনও খুলে দেখিনি। পাস করতে পারবো কিনা জানিনা।

নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের কৃষি শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান জানান, ওই ৫ শিক্ষার্থী শুরু থেকে কৃষি বিষয়ের ক্লাস করেছে। এমনকি তারা ব্যবহারিক খাতা পর্যন্ত তৈরী করেছে।

এ প্রসঙ্গে নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাতেমা খাতুন বলেন, ঘটনাটি দুঃখজনক। আগে জানলে ব্যবস্থা নেয়া যেত। কিন্তু এখন আর উপায় নেই।

এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত