![প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে গোদাগাড়ীতে যুবলীগের বর্ধিত সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/19/sova_abenws_126596.jpg)
গোদাগাড়ী (রাজশাহী), ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : আগামী ২২ শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশ রত্ন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার রাজশাহী জনসভা সফল করার লক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ী পৌর ও উপজেলা যুবলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় গোদাগাড়ী কেন্দ্রীয় পার্টি অফিসে পৌর যুবলীগের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ্।
বিশেষ অতিথি ছিলেন- পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজউদ্দীন বিশ্বাস, জেলা যুবলীগের সহ সভাপতি গোলাম মোর্শেদ রন্জু,সাংগঠনিক সম্পাদক ওসিম রেজা লিটন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল- মামুনসহ বিভিন্ন ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডের সকল নেতা কর্মী বৃন্দ প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব।
বর্ধিত সভায় জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ্সহ সকল নেতৃবৃন্দ বলেন, আগামী ২২ শে ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সকলকে উপস্থিতি হয়ে জনসভাকে সফল করতে হবে। বর্তমান সকল রাজনৈতিক সড়যন্ত্র মোকাবেলা করে দলকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জয় সুনিশ্চিত করতে হবে। যুবলীগ সাধারণজনগণ ও যুবকের জোয়ার নিয়ে জনসভায় যোগ দিয়ে প্রমাণ করে দিবে আগামী নির্বাচনে যুবলীগের ভূমিকা কেমন থাকবে।
বক্তারা আরও বলেন, যুবলীগ কথায় না কাজে বিশ্বাসী এটা বাস্তবে রুপ নিবে রাজশাহী মাদ্রাসা মাঠের প্রধানমন্ত্রীর জনসভায়।
এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/এমসি