![সোনাগাজীতে ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/19/accident_abnews_126599.jpg)
সোনাগাজী (ফেনী), ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : সোনাগাজী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন মিন্টু রবিবার রাতে ট্রাকচাপায় নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা বোরহান নামে অপর একজন গুরতর আহত হয়ে ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত ছাত্রদল নেতা সোনাগাজীর চরছান্দিয়া ইউপির ওলামাবাজার সংলগ্ন পাটোয়ারী বাড়ীর মৃত হানিফ মিয়ার ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন বোরহান জানিয়েছে ফেনী থেকে মোটর সাইকেল যোগে সোনাগাজীতে ফেরার পথে র্যাব ক্যাম্পের সামনে দ্রুতগামী ট্রাকের চাপায় সে ঘটনাস্থলে নিহত হয়। আজ সোমবার সকালে নিজ গ্রামে জানাজা শেষে ছাত্রদল নেতাকে পারিবারীক কবরস্থানে দাফন করা হয়েছে।
হাইওয়ে থানার পরিদর্শক আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/এমসি