![উলিপুরে ধর্মীয় নেতাদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিদের সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/19/sova_abnews_126600.jpg)
উলিপুর (কুড়িগ্রাম), ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুড়িগ্রামের উলিপুরে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্প বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতাদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিদের অর্ধ বার্ষিকী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে ও কারিগরি সহযোগিতায় এবং আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে সংস্থার হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র তারিক আবুল আলা, ১নং প্যানেল মেয়র সোহরাব হোসেন, কাউন্সিলর জমিদার রায়, মোস্তাফিজুর রহমান, মহিলা কাউন্সিলর রশিদা বেগম লতা, ঘটক ইউনুছ আলী।
আরও উপস্থিত ছিলেন- আরডিআরএস বাংলাদেশ এর প্রশাসনিক কর্মকর্তা নূর মোহাম্মদ বাবু, বিবিএফজি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর জুলিয়া খানম জ্যোতি, নূর ইসলাম, আমিনুল ইসলামসহ ঈমাম, পুরোহিত, ঘটকরা।
এবিএন/আব্দুল মালেক/জসিম/এমসি