![আড়াইহাজারে কুকুরের কামড়ে আহত ১২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/19/abnews-24.b_126601.jpg)
আড়াইহাজার (নারায়ণগঞ্জ), ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারের জালাকান্দি এলাকায় আজ সোমবার দুপুরে পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন মারফত আলী (৭০), সোহেব (৮), রিয়াদ (৪), জিহাদ (৭) মঞ্জু (৩০), মোশারফ (৯), মারুফ (৯), নাজমুল (১০), জাকারিয়া (১২), সুমন (৫)। অন্যরা স্থানীয় বিভিন্ন সেবা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
আহত মারফত আলীর ছেলে জালাল জানান, স্থানীয় রামচন্দ্রী কোণাপাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী ছালামের ছেলে মোতালিব নামে এক ব্যাক্তি মারা যায়। তার মরদেহ আজ সোমবার দুপুরে জানাযা শেষে দাফন করতে এলাকার লোকজন স্থানীয় কবরস্থানে নিয়ে যান। ফেরার পথে বেশ কয়েকটি পাগলা কুকুর আহতদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে প্রায় ১২ জন লোক আহত হয়েছেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার আশ্রাফুল আমীন বলেন, আহত সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তী চিকিৎসা গ্রহণে প্রত্যেককেই ঢাকার মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিএন/এম এ হাকিম ভূঁইয়া/জসিম/তোহা