শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নাসিরনগরে ফেসবুকে ফেইক আইডির ছড়াছড়ি, বিপর্যস্ত জনজীবন

নাসিরনগরে ফেসবুকে ফেইক আইডির ছড়াছড়ি, বিপর্যস্ত জনজীবন

নাসিরনগরে ফেসবুকে ফেইক আইডির ছড়াছড়ি, বিপর্যস্ত জনজীবন

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : জেলার নাসিরনগর উপজেলার সর্বত্রই ফেইক আইডির ছড়াছড়ি দেখা দিয়েছে। এতে জনজীবন বিপর্যন্ত হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। কিছু সংখ্যক বি.এন.পি, জামাত শিবির, রাজাকার সন্তান, উচ্চ ও স্বল্প শিক্ষিত বিকার গ্রস্থ লোকেরা এ সমস্ত ফেইক আইডি ব্যবহার করছে বলে সাধারণ মানুষের ধারণা। ফেইক আইডি ব্যবহারকারীরা বেনামে আইডি তৈরী করে সম্ভান্ত্র ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সমাজ সেবক, ছাত্র নেতা, শিক্ষানুরাগীদের চরিত্র হননের কাজে উঠে পড়ে লেগেছে। তাদের উদ্দেশ্য যে খারাপ তার বলার অপেক্ষা রাখে না।

কিছু সংখ্যক আবাল এ সমস্ত ফেইক আইডিতে লাইক কমেন্স করে থাকে। এরা সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী। তারা সমাজে বিশৃংখলা সৃষ্টি করে ফায়দা হাসিলের চেষ্টা লিপ্ত রয়েছে। যেভাবে ২০১৬ সালে ৩০ শে অক্টোবর রস রাজের ক্ষেত্রে ঘটেছিল। যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমের সুনাম ক্ষুন্ন হচ্ছে। প্রশাসনের প্রতি উপজেলার সুশীল সমাজের দাবী। এসমস্ত বিশৃংখলা সৃষ্টির পায়তারা কারী ফেইক অইডিগুলোকে প্রযুক্তির মাধ্যমে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার। না হলে জনগণের জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হওয়ার সমূহ সম্ভবনা দেখা দিতে পারে।

এবিএন/আব্দুল হান্নান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত