শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
ইলিয়াস কাঞ্চন একুশে পদকে মনোনীত হওয়ায়

ঝিনাইদহে নিসচা’র আনন্দ শোভাযাত্রা

ঝিনাইদহে নিসচা’র আনন্দ শোভাযাত্রা

ঝিনাইদহ, ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : নিরপদ সড়ক চাই (নিসচা)’র চেয়ারম্যান ও চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন একুশে পদক প্রাপ্তিতে মনোনীত হওয়ায় ঝিনাইদহে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নিসচা জেলা শাখার উদ্যোগে আজ সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোষ্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, নিসচা জেলা শাখার সভাপতি এ্যাড. মনোয়ারুল হক লাল, সাবেক সভাপতি প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিক, বর্তমান সাধারণ সম্পাদক নিয়ামুল হক সবুজ, সহ-সভাপতি শারমিন জোয়ার্দ্দার ম্যাডোনা, শাহিনুর আলম লিটন প্রমুখ।

এসময় বক্তারা নিরপদ সড়ক চাই (নিসচা)’র চেয়ারম্যান ও চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন একুশে পদক প্রাপ্তিতে মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও নিরাপদ সড়কের দাবিও জানান।

এবিএন/যবনিকা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত