বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বরগুনায় ২ দিন ব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন

বরগুনায় ২ দিন ব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন

বরগুনা, ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : বরগুনায় ২ দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় সদর উপজেলা চত্ত্বরে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আনিচুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার।

এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আল নোমান, তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা, বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদুজ্জামান, বরগুনা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম টুকু, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা আসমা, সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের মেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ৭ নং ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু, ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান শাহানেওয়াজ সেলিম প্রমুখ। এ মেলায় ২৪ টি শিক্ষা প্রাতিষ্ঠানের শিক্ষার্থী ক্ষুদে বিজ্ঞানীরা অংশ গ্রহন করেন।

এবিএন/খাইরুল ইসলাম আকাশ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত