শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

আক্কেলপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১

আক্কেলপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১

জয়পুরহাট, ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ পরীক্ষা কেন্দ্রের পাশ থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিপুল হোসেন নামের এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। আটককৃত বিপুল হোসেন আক্কেলপুর উপজেলার পুর্বমাতাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং জামালগঞ্জ কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, আজ সোমবার দুপুরে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বিপুল হোসেন জীব বিজ্ঞানের প্রশ্ন পত্র হাতে নিয়ে জামালগঞ্জ পরীক্ষা কেন্দ্রের পাশ থেকে মোবাইল ফোনে অন্যান্য পরীক্ষার্থীদের ওই প্রশ্নপত্রের উত্তর সরবরাহ করছিলেন। এ সময় তাকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত মিলনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত