
সুনামগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : আজ সোমবার দুপুর আড়াটায় সময় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরসহ জেলার দক্ষিন সুনামগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সুনামগঞ্জ জেলার দক্ষিন সুনামগঞ্জের পাগলা বাজার সিলেট সুনামগঞ্জ মহাসড়কের উপর হতে ৪০ কেজি গাঁজা ও ২ টি মোবাইল সেট’সহ ১ জন আটক করে র্যাব-৯। আটককৃত আসামীর নাম আক্কাস মিয়া (২১)। সে হবিগঞ্জ জেলার চুনারুঘাাট উপজেলার মৃগরাপাড়া গ্রামের মো. আজিজুল রহমান পুত্র ।
র্যাব সুত্রে জানা যায়, আক্কাস মিয়া দীর্ঘদিন যাবত অতি গোপনে সিলেট জেলার বিভিন্ন এলাকার যুব সমাজের নিকট গাজাসহ বিভিন্ন নেশাজাতীয় মাদক বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তার এসব কর্মকান্ড দেশের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতার আসামীকে জেলার দক্ষিন সুনামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা