বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ফুলবাড়ীতে ব্র্যাকের বিশেষ অভিভাবক সমাবেশ সম্পন্ন

ফুলবাড়ীতে ব্র্যাকের বিশেষ অভিভাবক সমাবেশ সম্পন্ন

ফুলবাড়ীতে ব্র্যাকের বিশেষ অভিভাবক সমাবেশ সম্পন্ন

ফুলবাড়ী (কুড়িগ্রাম), ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি (জিজেডি) এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচী আয়োজিত বিশেষ অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকালে ব্র্যাকের বালারহাট প্রি-প্রাইমারী বিদ্যালয় চত্ত্বরে সমাবেশের উদ্বোধন করেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মুসাব্বের আলী।

এতে প্রধান অতিথি ছিলেন বালারহাট আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন চৌধুরী। ব্র্যাকের জেলা ব্যবস্থাপক (জিজেডি) জাহিদুর রহমানের চঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা ব্যবস্থাপক (জিজেডি) শিরিন আক্তার, ভুরুঙ্গামারী উপজেলা ব্যবস্থাপক (জিজেডি) মৃণাল কান্তি রায়,বিইপি প্রকল্পের ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক তাহমিনা বেগম, বালারহাট প্রি-প্রাইমারী বিদ্যালয়ের শিক্ষক মীম আক্তার স্পা, স্কুল শিক্ষক ওবায়দুল হক, কলেজ শিক্ষক মমিনুল ইসলাম প্রমূখ। পরে শিশু-কিশোর কিশোরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত